হাতিয়ায় ৩ ফার্মেসীকে ভ্রাম্যমান আদালতের ৭০ হাজার টাকা জরিমানা

75

মোঃ ছাইফুল ইসলাম জিহাদ ( হাতিয়া)

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় তিনটি ঔষধের ফার্মেসিতে অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে প্রতিষ্ঠান গুলোতে মেয়াদোত্তীর্ণ  ও মানব শরীরে উত্তেজনা কারক ওষুধসহ সরকারি ওষুধ পাওয়া যায়।

সোমবার (১৩ ই মার্চ) বিকালে হাতিয়া উপজেলার চৌমুহনী বাজার ও বুড়িরচর সাগরিয়ায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দিয়েছেন হাতিয়া উপজেলা  নির্বাহী কর্মকর্তা ,মোহাম্মদ কায়সার খসরু, এছাড়াও উপস্থিত ছিলেন, মোঃ শেখ আহসান উল্লাহ, সহকারী পরিচালক ঔষধ প্রশাসন নোয়াখালী। 

ভ্রাম্যমান আদালতের এই অভিযান পরিচালনা কালীন সময়ে, চৌমুহনী বাজার মা ফার্মেসিতে ২৫ হাজার, জননী ফার্মেসিতে ৫ হাজার, বুড়িরচর বড়পোল প্যারাগন ফার্মেসিতে ৪০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়।

হাতিয়ায় মোবাইল কোটের মাধ্যমে অর্থ দন্ড

এসময় মোহাম্মদ কায়সার খসরু বলেন,ড্রাগ আইন ১৯৪০ এর ১৮(গ) ধারা এবং ২৭ ধারায় এই ৩টি ফার্মেসীকে মোবাইল কোর্টর মাধ্যমে অর্থ জরিমানা করা হয়।সঠিক কাগজ পত্র ছাড়া ফার্মেসী খোলা যাবে না,সেই সঙ্গে মেয়াদবিহীন কোনো ঔষধ দোকানে রাখা দণ্ডনীয় অপরাধ। কিন্তু এই প্রতিষ্ঠান গুলোতে এসব অপরাধের প্রমাণ মিলেছে। এছাড়াও তিনি বলেন, ভবিষ্যতে এমন অভিযান অব্যাহত থাকবে