
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর তেজগাঁও তেজকুনিপাড়া এলাকার রোলিং মিল বস্তিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।
সোমবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টা ৫২ মিনিটে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ডিউটি অফিসার রাশেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এই কর্মকর্তা বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে পর্যায়ক্রমে আরও সাতটি ইউনিট যোগ দেয়। এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি।

আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও ফায়ার সার্ভিস কিছু জানাতে পারেনি।
সম্প্রতি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পরপর কয়েকটি বড় আগুনের ঘটনা ঘটেছে। এছাড়া চট্টগ্রামের সীতাকুণ্ড, রাজধানীর সায়েন্সল্যাব ও গুলিস্তানের সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। এসব ঘটনার পেছনে কোনো কুচক্রি মহলের হাত থাকতে পারে বলে অনেকেই আশঙ্কা করছেন। এ ব্যাপারে গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে।
ডিআই/এসকে