পঞ্চগড়ে কন্যা শিশু হত্যার দায় বাবার মৃত্যুদণ্ড

26

পঞ্চগড় প্রতিনিধিঃ

পঞ্চগড়ে স্ত্রীর সাথে পারিবারিক কলহের জের ধরে ৬ মাস বয়সী এক কন্যা শিশুকে হত্যার অভিযোগে নাজিমুল হক ওরফে নাজমুল নামে এক বাবাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৩ মার্চ)  পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আনিসুর রহমান এ আদেশ দেন।

পঞ্চগড়ের শিংরোড পূর্ব জয়ধরভাঙ্গা গ্রামের জয়নুল হকের ছেলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নাজমুল হক।মামলার এজাহারে জানা যায়, প্রেমের সম্পর্কে নাজিমুলের সাথে বিয়ে হয় একই এলাকার রশিদুল ইসলামের মেয়ে রশিদার।

বিয়ের পর এক পর্যায়ে ছেলে সন্তান জন্ম না হয়ে পরপর তিন মেয়ে সন্তান জন্ম নেয়ায় ক্ষিপ্ত হয়ে পারিবারিক কলহে জড়িয়ে পড়েন নাজিমুল। এক পর্যায়ে ২০১৯ সালে ৩১ মার্চ রাতে স্ত্রীসহ সন্তানদের ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে স্ত্রী সন্তানদের।

একপর্যায়ে ৬ মাসের শিশু কন্যাকে হত্যা করে সে। স্ত্রীসহ অন্য দুই সন্তানদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে ঘাতক পালিয়ে যায় ঘাতক নাজমুল। এ ঘটনায় ১/০৪/২০১৯ পঞ্চগড় সদর থানায় শিশুটির নানা রশিদুল ইসলাম বাদী হয়ে নাজিমুলসহ তিনজনের নামে মামলা দায়ের করেন।

চার বছর যুক্তিতর্ক উপস্থাপন শেষে  নাজিমুল হককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেয়ার আদেশ দেন বিজ্ঞ আদালত।

অপর দু’জনকে মামলা থেকে অব্যাহতি দেন আদালত।এদিকে আসামি পক্ষের আইনজীবীর দাবি- আদালত যথাযথ পর্যালোচনা না করেই মৃত্যুদণ্ডের রায় প্রদান করেছেন।

এ বিষয়ে উচ্চ আদালতে আপিল করবেন বলেও জানান তিনি।