
আশরাফুল অন্তর, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সমাজের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৩ মার্চ) বিকেল ৪ টায় রাজশাহী সিটি কর্পোরেশনের এ্যানেক্স হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
সভায় উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ সাম্প্রদায়িক অপশক্তিকে দমন করে রাজশাহীর উন্নয়নে করণীয় প্রসঙ্গে মতবিনিময় করেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আকতার জাহান,
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মোঃ গোলাম সাব্বির সাত্তার, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল সহ নগরীর সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক অংগনের বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।