আদমদীঘিতে গ্রামীন রাস্তা টেকসই প্রকল্পের তিন সড়কে হেরিংবোন বন্ড কাজের উদ্বোধন

22

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :

গ্রামীন মাটির রাস্তা সমুহ টেকসই করণের লক্ষ্যে হেরিংবোন বন্ড (এইচবিবি) করণ প্রকল্পের আওতায় বগুড়ার আদমদীঘি উপজেলায় তিনটি মাটির রাস্তায়
হেরিংবোন বন্ড কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার কুন্দগ্রাম ইউপির কাথলা গ্রামের চাঁন্দের বাড়ির মোড়ে রাস্তার হেরিংবোন বন্ড কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু।

এসময় উপস্থিত ছিলেন. উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদার. উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন, কুন্দগ্রাম ইউপি চেয়ারম্যান শামিম উল ইসলাম, ইউপি সদস্য মাহবুব হোসেন, রিজভী. মাজেদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা সেকেন্দার আলী, ডা: মোখলেছার রহমান মন্ডলসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের বাস্তবায়নে অত্র উপজেলায় ২০২২-২০২৩ অর্থ বছরে গ্রামীন মাটির রাস্তা সমুহ টেকসই করণের লক্ষ্যে হেরিংবোন বন্ড (এইচবিবি) করণ প্রকল্পের আওতায় মোট ১ হাজার ৩৩০ মিটার কাথলা, বনতইর ও দমদমা গ্রামের তিনটি রাস্তা হেরিংবোন বন্ড কাজের জন্য মোট ৭৫ লাখ ৪৫ হাজার ৮৬২ টাকা প্রকল্প ব্যয় ধরা হয়েছে বলে উপজেলা
প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা আমির হোনে জানান।