ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড
আমতলীতে লঞ্চ ঘাট ও বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
কালীগঞ্জে আমিনুর রহমান আমিনের গণসংযোগ শুভেচ্ছা বিনিময়
আমতলীতে হামলা, লুট ও পিটিয়ে দোকান দখলের অভিযোগ
দেওয়ানগঞ্জে মেয়ের বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ বাবা মৃত্যু
নড়াইল জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের ঈদ পুনর্মিলনী
জামায়াতে ইসলামীতে চাঁদাবাজ সন্ত্রাসের কোনো সুযোগ নেই:রফিকুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে
ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র সম্মেলনের উদ্বোধন
বিরামপুরে আগ্নিকান্ডে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

অবৈধপথে বাংলাদেশ থেকে ভারতে পাচার করার সময় প্রায় দেড়কোটি টাকার সুপারি জব্দ গ্রেফতার ৩

ডেস্ক রিপোর্ট : অবৈধপথে বাংলাদেশ থেকে ভারতে শুকনা সুপারি পাচার করার সময় ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৪ জানুয়ারি) রাতে পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় ১০৮০ বস্তা সুকনা সুপারি জব্দ করা হয়। জব্দকৃত সুপারির আনুমানিক মূল্য প্রায় দেড়কোটি টাকা।

এ ঘটনায় ইতিমধ্যেই নেছারাবাদ থানায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১২জনকে আসামী করে মামলা করেছে পুলিশ। তবে সুপারি পাচার চক্রের মূল হোতাকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এ ঘটনায় নেছারাবাদ থানায় মামলা দায়ের করেছেন এসআই মো. আসাদুজ্জামান। গ্রেফতারকৃতরা হলেন- মো. হারুন হাওলাদার, মো. অলি হাওলাদার, মো. নূর নবী মাঝি। এই চক্রের মূলহোতা ও মামলার চার নম্বর আসামী মঠবাড়ীয়া উপজেলার ১নং তুষখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাজাহান হাওলাদারকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি।

মামলার এজাহার থেকে জানা যায়, ফিশিং বোটে করে চোরাই পদে সুপারি পাচার করা হচ্ছে- এমন খবর পেয়ে থানা পুলিশ অভিযান চালায়। এসময় পুলিশের সিগন্যাল উপেক্ষো করে বোট দুইটি যেতে চাইলে তাদের ধাওয়া করে আটক করে পুলিশ। পরে দুইটি ফিশিং বোট থেকে ১০৮০ বস্তা সুকনা সুপারি উদ্ধার করা হয়। এসব সুপারি সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। জব্দকৃত সুপারির আনুমানিক মূল্য প্রায় দেড়কোটি টাকা।

সিন্ডিকেটের সদস্যদের বিরুদ্ধে মাদকসহ নানা ব্যবসা করার অভিযোগে মামলাও রয়েছে। এরমধ্যে সুপারি পাচারকাণ্ডে আটক মো. হারুন হাওলাদার, মো. অলি হাওলাদারের বিরুদ্ধে বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় মাদকসহ নানা অপরাধে মামলা রয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা নেছারবাদ থানার উপপরিদর্শক মো. নুর আমিন জানান, এ ঘটনায় ৩জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে বাংলা ভিশনের খবর সূত্রে জানা গেছে । বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। মো. শাজাহান হাওলাদারকে গ্রেফতার করা সম্ভব হয়নি। বর্তমানে মামলাটি তদন্তনাধীন  রয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুনঃ