
ইসমাঈল হোসেন স্টাফ রিপোর্টারঃ ‘শ্বশুর বাড়ি থেকে বেড়িয়ে সকালে ফিরে দেখেন গ্রিল ও টিনের চালা কেটে চুরি । খোয়া গেছে নগদ অর্থ, স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী।
শনিবার (১১ই মার্চ) দিবাগত রাতে নিজ বাড়িতে চুরির ঘটনার এভাবেই বর্ণনা দেন মাগুরার শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামের কুয়েত প্রবাসী রাশেদ ।
জানা গেছে মোহাম্মদ রাশেদ দীর্ঘদিন যাবত কুয়েত প্রবাস খেটে নাগদ অর্থ কিছু দামি মোবাইল স্বর্ণালংকার সহ ১৬ থেকে ১৭ লক্ষ টাকার মালামাল নিয়ে গত চার মার্চ তার গ্রামের বাড়ি সারঙ্গ দিয়া আসেন। ছয় দিন বাড়িতে থাকার পর গত দশ মার্চ টাকা স্বর্ণালংকার সহ মালামাল তার ঘরে সুরক্ষিত রেখে ঘরে তালাবদ্ধ করে তার পরিবার নিয়ে শ্বশুরবাড়ি বেড়াতে যান। এমতাবস্থায় ১১ মার্চ সকাল দশটার দিকে বাড়িতে এসে ঘরের গ্রিল ও টিনের চালাকাটা সহ সব আলামত দেখতে পান। পরে ঘরে ঢুকে দেখেন।আলমারিতে রাখা নগদ নয় লক্ষ টাকা, কয়েকটি স্বর্ণালংকার, পাঁচটি দামি মোবাইলসহ বিদেশ প্রবাসের অর্জিত সর্বমোট ১৫ লক্ষ টাকা ও মূল্যবান সামগ্রী নিয়ে গেছে।
শ্রীপুর থানার তদন্ত কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।