মথুরেশপুর জলাবদ্ধতা নিরসনে এসিল্যান্ডের সাথে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের মত বিনিময়

27

আলমগীর হোসেন, কালিগঞ্জ (সাতক্ষীরা)

 সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি  মোঃ আজহার আলী কালিগঞ্জ সদরের ৯নং মথুরেশপুর ইউনিয়ন পরিষদের জলাবদ্ধতা নিরসনের জন্য চেয়ারম্যান ,সচিব ও সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১৩ মাচ সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদের হল রুমে কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিমের সভাপতিত্বে  মত বিনিময় সভায় বক্তব্য বলেন  বর্তমান সবচেয়ে বড় সমস্যা জলাবদ্ধতা  নিরসন ও অবৈধ খাল দখল এ বিষয়ে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের কথা শোনেন ,কিছু লোক  অবৈধভাবে খাল দখল করে রাখার কারণে প্রতিবছরই অতিবৃষ্টিতে ইউনিয়নে জলবদ্ধতা সৃষ্টি হয় জনজীবনে দুর্ভোগ সৃষ্টি হয়।

এ সময় উপস্থিত ছিলেন  কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম, ইউপি সচিব নাসরিন আক্তার, ইউপি সদস্য আরিজুল ইসলাম, রহমত আলী, মোদাচ্ছের রহমান, নূর মোহাম্মদ বাছা মোল্লা, আবু হাসান, দেবাশীষ ঘোষ, আব্দুল জলিল, আবু তাহের, প্রমিলা রানী মন্ডল, মেহেরুন সুলতানা, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।