
ইসমাঈল হোসেন স্টাফ রিপোর্টার : মাগুরার শ্রীপুরে পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট বহুতল একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে এবং অত্র বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ডিসপ্লে অনুষ্ঠান সম্পন্ন হয়।
রবিবার সকালে আনুষ্ঠানিক ভাবে ৪ তলা বহুতল বিশিষ্ট একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন এ্যাডঃ সাইফুজ্জামান শিখর সংসদ সদস্য মাগুরা-১।
পরে এক আলোচনা সভায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি প্রফেসর সুদেব কুমার বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ ,সাধারণ সম্পাদক ও নাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রশীদ মুহিত, উপজেলা নির্বাহী অফিসার কমলেশ কুমার মজুমদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনী শাহীন,থানা অফিসার ইনচার্জ মোঃ জাব্বারুল ইসলাম, শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মশিয়ার রহমান, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, আমলসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাস প্রমূখ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার বিশ্বাস জানিয়েছেন , প্রায় দুই কোটি তিন লাখ টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে নির্বাচিত বেসরকারী মাধ্যমিক বিদ্যালয় সমূহ উন্নয়ন প্রকল্পের আওতায় এ বহুতল বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ করা হয়। সবশেষে অনুষ্ঠানের প্রধান অতিথি কিছু সময় নাচ-গান,কবিতা আবৃত্তি গোলক নিক্ষেপ উচ্চলাফ, দীর্ঘ লাফ, বালিশ বদল, অভিভাবকদের চোখে গামছা বেঁধে হাঁড়ি ভাঙ্গা ,ও ডিসপ্লে উপভোগ করেন এবং বিজয় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।