
স্টাফ রিপোর্টারঃ–
যশোরের ঝিকরগাছা উপজেলার ১০নং শংকরপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত কুলবাড়ীয়া বি,কে,এস মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে ১৩ তম বার্ষিকী ঐতিহাসিক তাফসিরুল কোরান ওয়াজ মাহফিল ২০২৩অনুষ্ঠিত।
ইংরেজি ১২/৩/২৩তাং রবিবার রাত ৮ ঘটিকার সময় কুলবাড়ীয়া-শংকরপুর বি,কে হাফিজিয়া মাদ্রাসার আয়োজনে কুলবাড়ীয়া বি,কে,এস মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে তাফসিরুল কোরান ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কুলবাড়ীয়া-শংকরপুর বি,কে হাফিজিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান ধাবকের সভাপতিত্তে কুলবাড়ীয়া উত্তর পাড়া মসজিদের ইমাম হাফেজ মাওঃ আনোয়ার হোসেন কাজির সঞ্চালনায় ইসলামি সংগীত শিল্পী আবু ইমরান ও সুরোত আলীর গজল পরিবেশনায় অত্র প্রতিষ্ঠানের হাফেজ ছাত্রদের পাগড়ি বিতরণ
কেরাত, গজল পরিবেশনের পুরুষ্কার, অভিভাবকদের সম্মানি সহ বিভিন্ন বিষয়ের উপর পুরুষ্কার প্রদানের ভিত্তিতে তাফসিরুল কোরান মাহফিল আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে শরু হয়।
তাফসিরুল কোরান ওয়াজ মাহফিলে প্রধান অথিতি হিসাবে কুরআন ও হাদিসে আলোকে গুরুত্বপূর্ণ আলোচনার বয়ান পেশ করেন আন্তর্জাতিক ক্ষ্যাতি সম্পুর্ন মোফাচ্ছেরে বক্তা ছাদিকুর রহমান আল- আজহারী(জামেয়া আল আজহার কায়রো-মিশর)দ্বিতীয় বক্তা হিসাবে কুরআন ও হাদিসে আলোকে বয়ান পেশ করেন মোঃ খাদিমুল ইসলাম খাদিম(কলারোয়া সাতক্ষীরা)সহ অন্যান্যো উলামায়েকরম গন।
এসময় বিশেষ অথিতি হিসাবে ছিলেন ১০নং শংকরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু গোবিন্দ চন্দ্র চ্যাটার্জি, তিনি তার বক্তব্যে কুলবাড়ীয়া শংকরপুর বি কে হাফিজিয়া মাদ্রাসার উন্নয়ন প্রকল্পে ঝিকরগাছা চৌগাছা ৮৬/২আসনের সংসদ সদস্য মেজর জেনারেল অব অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দিনের পক্ষ থেকে ৫০,০০০হাজার এবং তিনি ব্যাক্তিগত ভাবে নগত ২০০০টাকা সহ ৫০,০০০হাজার টাকা দেওয়ার প্রতিশ্রতি ওয়াদা প্রদান করেন।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আঃ রহিম পশারি,১নং ওয়ার্ডের সাবেক মেম্বার আহসান হাবিব ২নং কুলবাড়ীয়া ওয়ার্ডের মেম্বার মোঃ ওজিয়ার রহমান,হাফেজ আশরাফুল আলম রানা, হাফেজ নুরুল্লাহ ব্যাংকার আঃছাত্তার বিশিষ্ট ব্যাবসায়ী এনামুল হক লাল্টু, আসাদুল আলম,সাংবাদিক আঃজলিল, সাংবাদিক আবু সাইদ,খলিলুর রহমান,মাষ্টার আশরাফ হোসেন, মাষ্টার জাহাঙ্গীর আলম মাষ্টার হুমায়ন কবীর বিল্লাহ,কবির হোসেন, আবদুল্লাহ সহ এলাকার ধর্মপ্রান মুসুল্লিগন উপস্থিত হয়ে কোরান ও হাদিসের আলোকে তাফসিরুল কোরান ওয়াজ মাহফিলের আলোচনা শ্রবন করেন।