
শ্রীবাস সরকার, মাধবপুর প্রতিনিধি ঃ
মাধবপুর উপজেলার পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুকুর থেকে নবজাতকের লাশ উদ্ধার করছে পুলিশ।
১২ মার্চ রবিবার পূর্বভাগ ইউনিয়নের চান্দেরপাড়া গ্রামের কোনাবাড়ী এলাকার একটি পুকুর থেকে দুই মাস বয়সের একটি নবজাতকের লাশ উদ্ধার করে নাসিনগর থানা পুলিশ।
ওসি মোঃ হাবিবুল্লাহ সরকার এর নেতৃত্বে লাশ উদ্ধার করে হত্যার রহস্য উদঘাটনের জন্য নবজাতকের মা-বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যান।
ওসি মোঃ হাবিবুল্লাহ সরকার জানান, হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে, পরবর্তীতে তদন্তের ফলাফল জানানো হবে।