
ঝালকাঠির রাজাপুরের বড়ইয়া গ্রামের দুটি বসতঘরসহ তিনটি দোকান ঘরে গত বুধবার রাতে চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পশ্চিম বড়ইয়া গ্রামের মেরাজুল ইসলাম ও জিয়াউল হকের চাচাতো ভাই মাওলানা এনামুল হক জানান, মেরাজুল ইসলাম ঢাকায় চাকুরি করেন। তার স্ত্রী ও সন্তানরা তার শশুর বাড়ি বেড়াতে যাওয়ায় ঘরে তালা দেয়া ছিল। ওই রাতে সেই তালা ভেঙ্গে চোর ঘরে ঢুকে সুকেজে ভ্যনিটি ব্যাগে রাখা ২৬ হাজার ৩শ’ টাকা নিয়ে যায় এবং ঘরের মালামাল ও কাপড়-চোপর ছড়িয়ে ফেলে রেখে যায়। একই বাড়ির জিয়াউল হক ঘরে তালা লাগিয়ে পাশের বাড়ি গেলে তালা ভেঙ্গে চোর ঘরে ঢুকে টাকা নাথাকায় অন্য কোন কিছু নেয়নি। তবে ঘরের মালামাল ও কাপড়-চোপর ছড়িয়ে ফেলে রেখে যায়।
অপরদিকে একই গ্রামের বউ বাজারের জামালের দোকানের তালা ভেঙ্গে চোর দোকানে ঢুকে ক্যাশ বাক্সের তালা ভেঙ্গে লোন গ্রহনের রাখা ৬০ হাজার টাকাসহ সিগারেট ও মালামাল, একইভাবে ফারুক হোসেনের দোকান থেকে দুই হাজার ২শ’ টাকা ও মালামাল এবং অরুন হাওলাদারের দোকান থেকে ৮শ’ টাকা ও মালামাল নিয়ে গেছে।
স্থানীয় ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইসরাফিল বলেন, শীতের রাতে গুড়ি গুড়ি বৃষ্টি থাকায় রাতে ওই বাজারে কোন পাহারাদার নাথাকার সুযোগে চোরেরা চুরির ঘটনা ঘটিয়েছে।
এ বিষয়ে রাজাপুর থানার ওসি আতাউর রহমান বলেন, এ বিষয়ে কেউ কোন অভিযোগ দেয়নি। খোঁজ নিয়ে এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।