মাধবপুরে ট্রাকের ধাক্কায় প্রান গেল নারীর

14

শ্রীবাস সরকার, মাধবপুর প্রতিনিধি ঃ 

হবিগঞ্জের মাধবপুরে ট্রাকের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। 

রবিবার (১২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর বাস স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও প্রথ্যক্যদর্শী সুত্রে জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের কিবরিয়া চত্বর এলাকায় সিলেটগামী একটি ট্রাক স্ট্যান্ডে দাড়ানো বাসকে অতিক্রম করার সময় যাত্রীবাহী অটোরিকশাটি মাঝখানে চাপা পড়ে দুমড়ে মুচড়ে যায় এবং অটোরিকশা যাত্রী গুরুতর আহত হয়। তাৎক্ষণিক নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত নারীর তাৎক্ষণিক কোন পরিচয় জানা যায় নি। 

অপরদিকে অটোরিকশা চালক নূর আলম চিকিৎসাধীন অবস্থায় আছে। 

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোঃ মাঈনুল ইসলাম ভূঁইয়া দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।