কলমাকান্দায় ভাইকে কুপিয়ে জখম

21

মোঃ জুয়েল রানা
কলমাকান্দা নেত্রকোনা প্রতিনিধিঃ

নেত্রকোণার, কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়নে লেংগুড়া গ্রামে এক ভাইকে কুপিয়ে জখম করেছে আরেক ভাই,

আজ ১২ ই মার্চ বিকেল আনুমানিক ৪:৫০ মিনিটের দিকে এই ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা বলেন আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি এবং আহতকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা হাসপাতালে প্রেরণ করি।

আহত হওয়া ব্যক্তির নাম মামুন সাহা(৪৫), মামুন সাহার আপন ভাই কার্তিক সাহা(৩৪) তাকে ছুরি দিয়ে কুপিয়ে জখম করেছে বলে জানা যায়,

আহত হওয়া মামুন সাহার মা বলেন, আমার ছেলে মামুন সাহা দোকানে বসে ছিলো আর কার্তিক আমার ছোট ছেলে বাজার থেকে চা বিক্রি করে বাড়ি ফিরে, আর হঠাৎ আমার সাথে খারাপ আচরণ করতে থাকে, একপর্যায়ে আমাকে আঘাত করে এবং দৌড়ে গিয়ে মামুন সাহাকে চুরি দিয়ে কুপিয়ে জখম করে।এলাকাবাসী এসে কার্তিক কে নিয়ন্ত্রণে রাখার জন্য গাছের সাথে বেধে রাখে।

কার্তিকের বিষয়ে জানতে চাইলে তার মা বলেন কার্তিকের বউ চলে যাওয়ার পর থেকে তার মাথায় একটু সমস্যা হয়েছে, হঠাৎ হঠাৎ এমন আচরণ করেন।

এবিষয়ে লেংগুড়া ইউপি সদস্য মোঃ নুর হোসেন নুরু, ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আসি এবং আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি, তিনি আরে বলেন কার্তিক মানসিক রোগী, তার বউ তাকে ডিবোস দেওয়ার পর থেকে তার মাথায় সমস্যা হয়েছে।

আহত মামুন সাহার বিষয়ে জানতে চাইলে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তব্যরত চিকিৎসক নিশাদ তাসরিন বলেন, আহত মামুন সাহার পিঠে ক্ষত মারাত্মক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়নসিংহ মেডিক্যালে রেফার করা হয়েছে