
মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি, থেকে:
নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামুর গর্জনিয়ায় সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে মোঃ ইরফান নামে এক যুবক নিহত হয়েছে। এসময় মোটর সাইকেল আরোহী শাহিনুর রহমান শাহিন আহত হয়েছে।
রবিবার (১২ মার্চ) সকালে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মাঝির কাটা বেলতলী মুচগাছতলা নামক এলাকায় এঘটনা ঘটে। এ ঘটনায় নিহত মোঃ ইরফান(২১) নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউপির ইসলাম পুর গ্রামের শফিউল্লাহ (পুতুর) ছেলে।
স্থনীয় মেম্বার মহিউদ্দিন, নুরুল আমিন ও নজরুল জানান, শাহিন এর সাথে সকালে নিহত ইরফান গর্জনিয়া থেকে মটর সাইকেল যোগে বাইশারী এলাকায় নিজের রাবার বাগান পরিচর্চার কাজ পরিদর্শনে যাচ্ছিলেন।
এসময় মাঝির কাটার বেলতলী মুচগাছ তলা নমাক এলাকায় পৌঁছলে সশস্ত্র সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে বাইকের পেছনে বসা মোঃ ইরফান গুলিবিদ্ধ হন। এসময় চলন্ত মটর সাইকেল থেকে পাহড়ের খাদে পড়ে শাহীন প্রাণে বেঁচে যান।
গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুদ রানা জানান, প্রতিপক্ষের সন্ত্রাসীদের গুলিতে এই যুবক খুন হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। গুলিবিদ্ধ ইরফানকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমেপ্লক্স নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। এসময় ঘটনাস্থল থেকে পুলিশ ৯ টি ভারী অস্ত্রে খোসা উদ্ধার করেন।
এ ঘটনায় প্রাণে রক্ষা পাওয়া শাহিনুর রহমান শাহীন ততক্ষণে এক সংবাদ সম্মেলন করেন।
এ সংবাদ সম্মেলনে তিনি জানান, মুলত তাকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি বর্ষণ করেছে।
তাকে রক্ষা করতেই মানবঢাল হিসেবে ছিলেন এই নিহত ইরফান। সাম্প্রতিক সময়ে পাহাড়ি সন্ত্রাস, জঙ্গী, অপহরণ, ভূমিদস্যুতা সহ যাবতীয় অসঙ্গতির বিরুদ্ধে তিনি সোচ্ছার ভূমিকার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করে যাচ্ছিলেন, তাই একটি চক্র দীর্ঘদিন থেকে তাকে প্রাণে মারার নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এদিকে ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়াও ঘটনাস্থল পরিদর্শন করেন কক্সবাজারের পিবিআই ও সিআইডি পুলিশের পৃথক টিম।