চুয়াডাঙ্গায় আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

23

মো:তারিকুর রহমান স্টাফ রিপোর্টার:

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে  ১২.০৩.২০২৩  তারিখ সকাল আনুমানিক ০৯:৪৫ ঘটিকায় জেলা প্রশাসক  মোহাম্মদ আমিনুল ইসলাম খান,  , চুয়াডাঙ্গার সভাপতিত্বে আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের পুলিশ সুপার  আব্দুল্লাহ্ আল-মামুন,। 

আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রোধে প্রতিনিয়ত বাজার মনিটরিং সেল গঠন, বিভিন্ন শপিংমল, ব্যাংক, এটিএম বুথ, স্বর্ণের দোকান সমূহের পর্যাপ্ত আইন-শৃঙ্খলা নিরাপত্তা নিশ্চিত করণ, সড়কের শৃঙ্খলা, ফুটপাত হকারমুক্ত ও দখলমুক্ত ইত্যাদি বিষয়ের উপর বিস্তারিত আলোচনা হয়। 

উক্ত সভায় আরোও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।