সারা দেশের ন্যায় হাতিয়ায় ‘দৈনিক দেশ রূপান্তর’ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

36

মোঃ ছাইফুল ইসলাম জিহাদ হাতিয়া উপজেলা প্রতিনিধি:

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় কেক কাটা আর শুভেচ্ছা বিনিময়ের মধ্যদিয়ে শেষ হয়েছে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী।

রোববার বেলা সাড়ে ১১টায় হাতিয়া উপজেলা পরিষদ হলরুমে দেশরূপান্তর পত্রিকার হাতিয়া উপজেলা প্রতিনিধি মানিক মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান এডঃ কেফায়েত উল্ল্যাহ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান বলেন, দেশ রূপান্তর খুবই কম সময়ের মধ্যে জনপ্রিয় পত্রিকায় রূপান্তর হয়েছে।পত্রিকাটি তাদের যে স্লোগান দিয়েছিলো ‘দায়িত্বশীলদের দৈনিক’ ঠিক তেমনি করেই প্রকাশনার পর থেকেই দায়িত্বশীল সাংবাদিকতায় সত্য ও সুন্দরের প্রতিচ্ছবিই ফুটিয়ে তুলেছেন।

হাতিয়া আর টিভি প্রতিনিধি ইসমাইল হোসেন কিরণের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন,এশিয়ান টিভির উপজেলা প্রতিনিধি বকতিয়ার খিলজি মুজিব,উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু বিনয় ভূষন দাস,উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কায়সার খসরু,বিজয় টিভির উপজেলা প্রতিনিধি তাজুল ইসলাম তসলিম,দৈনিক আমার সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম জিহাদ,জাতীয় সাপ্তাহিক বাংলার বর্ণমালা পত্রিকার নোয়াখালী জেলা প্রতিনিধি মোঃএনায়েত হোসেনসহ মুক্তিযোদ্ধা,সাংবাদিক,শিক্ষকসহ আরও অনেকে।

বক্তাগণ প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছায় তাদের বক্তব্যের মাঝে দেশ রূপান্তর পত্রিকা সম্পর্কে দীর্ঘক্ষণ আলোচনা করেন এবং দেশ রূপান্তরের এগিয়ে চলায় শুভকামনা জানান।