
মাসুম বিল্লাহ, স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার শেরপুরে উপজেলা কাঁচামাল ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণসভা অনুষ্ঠিত হয়েছে। গত ১২ মার্চ রবিবার সকালে শেরপুর পৌরসভা হলরুমে অত্র সমিতির সভাপতি আমিনুল ইসলাম ঠান্ডুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এর সঞ্চালনায় সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র সমিতির আজিবন প্রধান উপদেষ্ঠা ও শেরপুর পৌরসভার মেয়র আলহাজ¦ জানে আলম খোকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিনু এগ্রো ফুড এর সত্বাধীকারী বিশিষ্ঠ ব্যবসায়ী আলহাজ¦ শফিকুল ইসলাম শিরু, বগুড়া জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ও অত্র সমিতির উপদেষ্ঠা আরিফুর রহমান মিলন, শেরপুর পৌরসভার কাউন্সিলর বদরুল ইসলাম পোদ্দার ববি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর ফিরোজ আহম্মেদ জুয়েল, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদ জসিম উদ্দিন মন্ডলসহ অত্র সমিতির সকল সদস্যবৃন্দ। সাধারণ সভায় প্রধান অতিথি প্রস্তাবিত নতুন কমিটির নাম ঘোষনা করেন।