নান্দাইলে আগুনে পুড়ে নাজিম উদ্দিনের
প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি

35

মোঃ এমদাদুল হক, স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের নান্দাইলে শনিবার (১১ মার্চ)রাতে নাজিম উদ্দিনের বসত ঘর ও গোয়াল ঘরে
আগুন লেগে প্রায় ৪লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে।
জানাযায় ১১মার্চ দিবাগত রাত ১১ টার সময় নান্দাইল উপজেলা ৩নং নান্দাইল সদর ইউনিয়ন ৭নং ওয়ার্ড গ্বাটিচারিয়া জাংফারের, মৃত আব্দুল রাজ্জাক এর ছেলে মোহাম্মদ নাজিম উদ্দিনের বাড়িতে আগুন লেগে বসত ঘর ও গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় সুত্রে জানাযায়, গতকাল রাতে নাজিম উদ্দিনের নিজ গোয়াল ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে বসত ঘর সহ পুড়ে চাই হয়ে যায়।


নাজিম উদ্দিন গণমাধ্যম কর্মদের জানান, আমার গোয়ালঘরে দুইটি গরু ও একটি ছাগল পুড়ে ছাই হয়ে গেছে এবং বসত ঘড়ে থাকা আসবাবপত্র, ধান, চাল, কাপড়চোপড়, নগদ ৭০০০০ হাজার টাকা সহ সব কিছু পুড়ে ছাই হয়েগেছে। আমার বেঁছে থাকার মত আর কিছুই রইলো না। আমার পাঁচটি ছেলে মেয়ে নিয়ে এখন আমি কিভাবে চলবো? আমার সব শেষ।
নান্দাইল ফায়ার সিভিল সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা সাইদুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনা স্থলে ফায়ার সার্ভিসের আগুন প্রতিরোধক ব্যবস্থার গাড়ি নিয়ে যাওয়া চেষ্টা করি কিন্তু নাজিম উদ্দিনের বাড়ির রাস্তা প্রশস্ত না থাকার ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ে যাওয়া সম্ভব হয়নি। এর পরেও আমরা নাজিম উদ্দিনের ঘরের দরজার তালা ভেঙে ৪টি গাভীর মধ্যে দুইটি গাভী উদ্ধার করতে সক্ষম হই।