
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে জামায়াতের ৫৭ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে আটটি ককটেল উদ্ধার দেখিয়ে বিস্ফোরকসহ বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
রোববার (১২ মার্চ) ডিএমপির দারুস সালাম থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন জামায়াতের গ্রেফতারকৃত ৫৭ জন ছাড়াও পালিয়ে যাওয়া আরও ৩০ থেকে ৪০ জন মিলে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে বড় ধরণের নাশকতার পরিকল্পনা করছিল। তারা সরকারকে বেকায়দায় ফেলতেই এই বৈঠকের আয়োজন করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে পুলিশ।
এই বিষয়ে দারুস সালাম জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মফিজুর রহমান পলাশ বলেন, শনিবার রাতে মিরপুর ক্যাপিটাল টাওয়ারে অভিযান চালিয়ে ৫৭ জনকে গ্রেফতারের ঘটনায় মামলা হয়েছে। আজই তাদেরকে আদালতে পাঠানো হবে।
মামলায় আসামি বেশি হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদে আমরা কয়েক ধাপে আদালতে রিমান্ড চাইবো বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
ডিআই/এসকে