রাজধানীতে দশ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ২

15

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা থেকে ১০ হাজার ইয়াবাসহ দুই জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) উত্তরা বিভাগ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

শনিবার (১১ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে তেজগাঁও ট্রাক টার্মিনাল থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, মো. আবুল হোসেন ও মো. বিপ্লব হোসেন।

এসময় তাদের হেফাজত থেকে ১০০০০ পিস ইয়াবা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো- ট- ২২-৩৫২৪) উদ্ধারমূলে জব্দ করা হয়।

গোয়েন্দা উত্তরা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার আছমা আরা জাহান বলেন, কক্সবাজার থেকে ইয়াবার একটি চালান তেজগাঁও শিল্পাঞ্চল ট্রাক টার্মিনাল এলাকায় এসেছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ আসামিদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

ডিআই/এসকে