মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে প্লাটিনাম জুবিলি অনুষ্ঠিত

50

নুর কুতুবুল আলম, রাজশাহী জেলা প্রতিনিধিঃ রাজশাহীর  মোহনপুর উপজেলার ঐতিহ্যবাহী মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের (৭৫ বছর) পূর্তি উপলক্ষে প্লাটিনাম জুবিলি ২০২৩ উদযাপন করা হয়েছে। ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়ে অদ্যাবধি বিদ্যালয় থেকে দেশবরেণ্য অনেক শিক্ষার্থী দেশ সেবায় নিয়োজিত।

শনিবার ১১ মার্চ সকাল সাড়ে নয় ঘটিকা হতে দিনব্যাপী বিদ্যালয় চত্বরে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষিকা সুলতানা শাহিন ।

প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন জাতীয় সংসদের চিপ হুইপ নূর-ই আলম চৌধুরী লিটন এম.পি।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এম.পি।

সভায় বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.গোলাম সাব্বির সাত্তার, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল, রাজশাহী  শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর হাবিবুর রহমান, আহবায়ক অবসর প্রাপ্ত শিক্ষক আব্দুস সাত্তার সরকার, রাজশাহী-৩ মোহনপুর আসনের এম.পি এবং বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী আয়েন উদ্দিন প্রমুখ