
বান্দরবানের লামা উপজেলার আজিজ নগর ইউনিয়নের সন্দ্বীপ পাড়া এসবিএম ব্রিক ফিল্ডে অভিযান চালায় এসম মালিকপক্ষ বৈধ কোন কাগজ পত্র না থাকায় অবৈধ ইটভাটা ভেঙ্গে দিল পরিবেশ অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার ( ২৫ জানুয়ারি ২০২৪ইং) দুপুরে উপজেলার আজিজ নগর ইউপির সন্দ্বীপ পাড়া এলাকায় এসবিএম ব্রীক্সস ফিল্ডে এই অভিযান পরিচালনা করেন বান্দরবান পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ফখুর উদ্দিন চৌধুরী ও পরিদর্শক নুর উদ্দিন।
ইটভাটা এলাকার জুড়ে বিভিন্ন প্রজাতির গাছ ও বিশাল পাহাড় কাটারও সত্যতা মিলেছে। ইটভাটার জন্য বিভিন্ন স্থানে কয়েক হাজার ঘনফুট পাহাড় কেটে সাবাড় করেছে। প্রতি ঘনফুটের পরিমাণ হিসাব করে ইটভাটা মালিককে জরিমানা দিতে হবে। এই অভিযান আগামীতেও অব্যাহত আছে বলে জানান এই কর্মকর্তা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে লামার আজিজ নগর ইউপির সন্দ্বীপ পাড়া এলাকার এসবিএম ব্রীক্সস ফিল্ডে অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর বান্দরবান। এসময় ইট ভাটাটির বৈধ কাগজ দেখাতে না পারায় ইট ভাটাটি গুড়িয়ে দেওয়া হয়।
প্রসঙ্গত, লামার অবৈধ এসবিএম ব্রীক্সস ফিল্ডে নিয়ে সংবাদ পরিবেশনের কারনে ইটভাটাটির মালিক সাবেক চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ আজম খান লামার কয়েকজন সাংবাদিককে প্রাণে মেরে ফেলার হুমকি দেন।