
নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, নারায়ণগঞ্জের সরকারি দলের রাজনীতিবিদদের মধ্যে দুটি ভাগ। তারা আবার বড় বড় কথা বলে। আমাদের মধ্যে নাকি বিভক্তি। আমাদের মধ্যে কোন বিভক্তি নেই। বিভক্তি তাদের মধ্যে। কারণ একটি গ্রুপ লুটপাট করে খাচ্ছে, তাদের ভাগ্যের উন্নয়ন করে যাচ্ছে।
আরেকটা গ্রুপ যারা ভাল তারা তাদের সাথে পাল্লা দিয়ে সংগ্রাম করে টিকে থাকতে পারছে না।
শনিবার (১১ মার্চ) বেলা ১২টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নিচে মানববন্ধন কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনি দ্রব্য, শিক্ষা উপকরণের মূল্য বৃদ্ধি, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিন নির্বাচন, খালেদা জিয়ার মুক্তির দাবিসহ ১০ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। গিয়াসউদ্দিন বলেন, নারায়ণগঞ্জে আপনারা দেখবেন সরকারি প্রশাসনে যারা আছে তারাও বিভক্ত।
একদিকে আছে সন্ত্রাস চাঁদাবাজির পরীক্ষার শক্তি, আরেকদিকে আছে ভাল মানুষ। সংখ্যয় তারা অল্প, কিন্তু তারা আজ সংগঠন করতে পারে না। মানুষের সামনে মাথা উঁচু করে কথা বলতে পারে না। মানুষ তাদের লজ্জা দেয়।
শামীম ওসমানকে ইঙ্গিত করে গিয়াসউদ্দিন বলেন, তারা হুমকি দিচ্ছে বিএনপির সমর্থকদের পাঁচ মিনিটে খুঁড়ে বের করে ফেলবে। পাঁচ মিনিটে ধ্বংস করে দিবে। অনেক কথাই বলে, আপনাদের আমরা যেমন ভয় পাই, জনগণও ভয় পায়। কারণ আপনারা সদর্পে ঘোষণা করে বলেন আপনাদের চরিত্র কী। এই ভয়ের কারণে জনগণকেও এখন আপনাদের সরকার ভয় পেতে শুরু করেছে।
সাবধান হয়ে যান। অতীতে যা করেছেন তার ফল পেয়েছেন। কাজেই এগুলো বাদ দিয়ে দিন। নারায়ণগঞ্জ কারও ব্যক্তিগত সম্পদ না। মুক্তিযুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছি। কারও রক্ত চক্ষু পাই না। প্রশাসনকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনাদের ন্যায়ের পক্ষ থাকার কথা। আপনাদের অন্যায় ভাবে মিথ্যা মামলা করতে হয়। আপনারা বুঝতে পারছেন ঊর্ধ্বতন কর্মকর্তার চাপে আপনাকে কতবড় অন্যয় কাজ করতে হচ্ছে। ন্যায়
প্রতিষ্ঠার বদলে আপনারা অন্যায় করছেন। এর থেকে বেরিয়ে আসুন। নয়ত আপনাদেরও বিচারের মুখোমুখি হতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, জেলা বিএনপির সদস্য সচিব গোলাম ফারুক খোকন, যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, সহ সভাপরি রফিকুল ইসলাম, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান, আড়াইহাজার পৌরসভা বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহ প্রমুখ।