
মোস্তাকিম আহমেদ আলিফ স্টাফ রিপোর্টার:
মুন্সীগঞ্জের শ্রীনগরে জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসী হামলায় সাবেক এক ইউপি চেয়ারম্যানকে মেরে চোখে গুরুত্বর আহত করা হয়েছে।
শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের হাতারপাড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এই ব্যাপারে চেয়ারম্যান নিজে বাদী হয়ে আবুল হোসেনসহ ৩ জনকে বিবাদী করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল বাড়ীতে পাকা স্থাপনা নির্মানাধীন সামগ্রী চুরি হওয়ার বিষয়ে একই এলাকার মৃত আব্দুল বেপারীর ছেলে আবুল হোসেন (৬৭), মৃত হাবিবুর রহমানের ছেলে মোয়াজ্জেম হোসেন (৪৭) ও মৃত মহিউদ্দিনের স্ত্রী নাসরিন আক্তার (৫০)দেরকে সন্দেহ করায় এবং জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে ঘটনার সময় চেয়ারম্যানকে মসজিদের সামনে পেয়ে হাতে ইটের টুকরা, ও লাঠিসোঠা নিয়ে আবুল হোসেনের হুকুমে মোয়াজ্জেম হোসেন
হত্যার উদ্দেশে চেয়ারম্যানের ডান চোখে ইটের টুকরা নিক্ষেপ করে গুরুতর জখম করে। অন্যান্যরা তাদের হাতে থাকা লাঠি দিয়ে এলোপাথারিভাবে পিটিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে জখম করে এবং পাঞ্জাবির পকেটে থাকা নগদ টাকা নিয়া যায়।
ডাক চিৎকারে মসজিদের মুসুল্লিরা এগিয়ে আসলে চেয়ারম্যাকে খুন জখমের হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয় লোকজন চেয়ারম্যানকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে ভর্তি করেন। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, পারিবারিক বিষয় নিয়ে ঝামেলায় থানায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।