কলাপাড়ায় সাত পা, দুই মুখ ওয়ালা গরুর বাছুর জন্ম

51

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় ৭ পা ও ২ মুখ ওয়ালা একটি গরুর বাছুরের জন্ম হয়েছে। শনিবার সকালে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ফতেপুর গ্রামের কৃষক সোহেল মৃধার বাড়িতে এ ঘটনা ঘটে। এসময় ওই বাছুরটি এক নজর দেখতে ভীড় জমায় উৎসুক জনতা। তবে বাছুরটি প্রায় ৩ ঘন্টা পর মারা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়,  সোহেল মৃধার ১৩ টি গরু রয়েছে। এর মধ্যে একটি গরু সকালে বাছুর প্রসব করে। বাছুরটি ৭ পা, ২ মুখ, ৪ টি চোখ ও ৪ টি কান নিয়ে জন্মগ্রহন করে। পরে ৩ ঘন্টা পর বাছুরটি মারা গেলে মাটিচাপা দেয়া হয়।

কলাপাড়া উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা গাজী শাহ আলম জানান, কনজেনিক্যাল ডিফেক্ট’র কারনে এসব গরুর বাছুর জন্ম নিতে পারে। বিষয়টি খোজ খবর নিয়ে দেখা হচ্ছে।