
ছাদেকুর রহমান,মহেশখালী।
মহেশখালীতে হঠাৎ বেড়েছে অসংখ্য স্পিড ব্রেকার স্থাপন,স্পিড ব্রেকার বা গাড়ির গতি রোধক মূলত সড়কের বিশেষ বিশেষ দুর্ঘটনা প্রবণ এলাকার রাস্তায় দেওয়া হয়,যেন অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা না ঘটে।কিন্তু মহেশখালীতে সেই স্পিড ব্রেকার অপ্রয়োজনে ও যত্রতত্র দেওয়ার ফলে সময়ের অপচয়,বিরক্তি,ভোগান্তি ও অনেক সময় সেটিই দুর্ঘটনার কারনও হয়ে দাঁড়াচ্ছে।
দেখাগেল উপজেলার জনতাবাজার থেকে চালিয়াতলী সড়ক পর্যন্ত অসংখ্য স্পিড ব্রেকার তৈরি করা হয়েছে,যেখানে অসংখ্য স্পিড ব্রেকার অপ্রয়োজনীয়,স্পিড ব্রেকারের পাশে নেই কোনো স্কুল/মাদ্রাসা,হাটবাজার,মসজিদ।
মহেশখালীতে আরও দেখাগেল স্পিড ব্রেকার গুলোতে যথাযথ রং বা সংকেত ব্যবহার করা হয়নি,দেয়নি কোন সতর্কবাণী।প্রভাবশালী ব্যক্তিরাই অপরিকল্পিতভাবে স্পিড ব্রেকার গুলো তৈরি করে থাকে।সড়কের পাশে কেউ নতুন বাড়ি নির্মাণ করলে সেখানে দেয়া হয় একটি স্পিড ব্রেকার।আর হাট-বাজার,দোকান থেকে শুরু করে চা দোকানের সামনে অবাধে স্পিড ব্রেকার।
অপরিকল্পিতভাবে স্পিড ব্রেকার তৈরি করায় এ সড়ক দিয়ে যাতায়াতকারী যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।কিছু কিছু স্পিড ব্রেকার এত উঁচু যে,এগুলোর ওপর দিয়ে গাড়ি চালানোর সময় বেশ জোরে ঝাঁকুনির সৃষ্টি হয়,যাতায়াতে দুর্ভোগ সৃষ্টি করে।
অনেক স্পিড ব্রেকারে কোন সংকেত বা রং না থাকায় চলন্ত অবস্থায় চালকরা বুঝতে পারে না। আবার নতুন চালকের ক্ষেত্রে রাস্তা অপরিচিত হওয়ায় কোথায় স্পিড ব্রেকার আছে তা বুঝতে পারে না।ফলে প্রতিদিন ছোটখাটো থেকে শুরু করে বড় দুর্ঘটনাও ঘটে।
জনসাধারণের ও যানবাহনের চলাচল নির্বিঘ্ন রাখতে ও দুর্ঘটনা কমাতে হলে অপ্রয়োজনীয় স্পিড ব্রেকার কমাতে হবে।প্রয়োজনীয় স্পিড ব্রেকারগুলোতে চিহ্ন-সংকেত বা সিগন্যাল ব্যবহার করতে হবে।
গতকাল বেশ কয়েকজন গাড়ি চালক ও যাত্রীদের সাথে কথা বললে তারা রাস্তার এই অপ্রয়োজনীয় স্পিড ব্রেকারের জন্য ক্ষোভ ঝেড়ে বলেন, কিছুক্ষণ পর পর স্পিড ব্রেকার থাকার কারণে বার বার গাড়িতে ব্রেক করতে হয়।এ কারণে গন্তব্যে যেতে বেশি সময় লাগে,যার ফলে যাত্রীদের বিরক্তি পোহাতে হয়।এছাড়াও গর্ভবতী মহিলাদের যাতায়াতের জন্য অপ্রয়োজনীয় স্পিড ব্রেকারের ঝাঁকুনি মারাত্মক ঝুঁকির কারন হয়ে দাঁড়ায় বলেও জানান মহিলা যাত্রীরা।
স্পিড ব্রেকারের জন্য গাড়ির গতি কম থাকায় রাতে যেকোন অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হতে পারে বলে সবসময় আতংক বিরাজ করে বলেও জানান তারা এবং অতি দ্রুত যেন অপ্রয়োজনীয় এই স্পিড ব্রেকার তুলে ফেলা হয় সেটির জোর দাবি জানান গাড়িচালক যাতায়াত কারি যাত্রী সহ স্থানীয় বসবাসকারীরা।এ বিষয়ে তারা সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তারা যেন দ্রুত কার্যকরি ব্যবস্থা গ্রহন করে তাদের যাতায়াত ভোগান্তি দূর করার আহ্বান জানান।