কবিতা “কাঙ্ক্ষিত স্বাধীনতা” কলামে:মুরাদ আল হাসান

15

কাঙ্ক্ষিত স্বাধীনতা

মুরাদ আল হাসান 

স্বাধীনতা তুমি ছিলে স্বপ্ন

স্বাধীনতা তুমি ছিলে অধরা

কিন্তু আমরা পেয়েছিলাম 

আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা।

সাতই মার্চের ভাষণের জোরে

বঙ্গবন্ধুর আহবানে সাড়া দিয়ে

নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে

সাহসী বাঙালি বীর সন্তানদের জন্য।

স্বাধীনতা তুমি ছিলে অধরা 

তোমায় পাওয়া ছিল কষ্টসাধ্য

যদি না মায়ের আঁচলে থাকা

যুবককেরা অস্ত্র হাতে যুদ্ধ করতো।

স্বাধীনতা পাওয়া ছিল অধিকার

কিন্তু আজো কি আমরা পেয়েছি? 

আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা 

মুক্ত কি হতে পেরেছি পরাধীনতা থেকে?