ধ্রুবতারার মির্জাগঞ্জ শাখার কমিটি গঠন

153

মোঃ খাইরুল ইসলাম মুন্না, 

ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন মির্জাগঞ্জ উপজেলা শাখার নবনিযুক্ত কমিটির সভাপতি হয়েছেন মুহাম্মাদ জাহিদ হাসান, সম্পাদক তাওহীদ ইসলাম সহ ৮৩ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দিয়েছেন জেলা সভাপতি ও সম্পাদক।

কমিটির সহ সভাপতি ইমরান বাহাদুর, মুবিন, নিলয়, সজল, যুগ্ন সাধারণ সম্পাদক হয়েছেন সৈকত, সজিব, রাকিব, ইমাম মৃধা ও সাংগঠনিক সম্পাদক আফরিন, মারুফা।

সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খান মোঃ আবু বকর সিদ্দিকী, চেয়ারম্যান মির্জাগঞ্জ উপজেলা পরিষদ; সায়েমা হাসান, উপজেলা নির্বাহী অফিসার, মির্জাগঞ্জ; জসিম উদ্দিন জুয়েল, সাধারণ সম্পাদক, মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ; জহিরুল ইসলাম জুয়েল, ভাইস- চেয়ারম্যান, মির্জাগঞ্জ উপজেলা; মাসুদ রানা জালাল জোমাদ্দার, সাংগঠনিক সম্পাদক, মির্জাগঞ্জ উপজেলা যুবলীগ; রাকিব মৃধা, সাধারণ সম্পাদক, মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগ সহ সুবিদখালী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মাহবুব আলম রুবান ও সম্পাদক সাকিল হোসেন সায়েক।

উক্ত সভায় ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন পটুয়াখালী জেলা শাখার সভাপতি ফারহানা মিশু টুম্পা ও সাধারন সম্পাদক আহম্মেদ কাওসার ইবু উপস্থিতিতে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা কমিটির উপদেষ্টা ও সুবিদখালী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আসাদুজ্জামান আজাদ।

অনুষ্ঠানে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন পটুয়াখালী জেলার সাধারন সম্পাদক আহম্মেদ কাওসার ইবু বলেনঃ ধ্রুবতারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, নারী ও আদিবাসীদের নিয়ে কাজ করে। পাশাপাশি বিভিন্ন দিবস উৎযাপন ও স্বেচ্ছাসেবক হিসেব সকল সময়ে পাশে থাকবে।

মুক্তিযুদ্ধের চেতনার উজ্জীবিত হয়ে, স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নিরলসভাবে কাজ করে যাবে