মাধবপুরে ব্লাড সোসাইটি ইন বাংলাদেশ’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

37

শ্রীবাস সরকার, মাধবপুর প্রতিনিধি ঃ 

হবিগঞ্জের মাধবপুরে ব্লাড সোসাইটি ইন বাংলাদেশ এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। 

শুক্রবার (১০ মার্চ) সকালে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান পালিত হয়।

ব্লাড সোসাইটি ইন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ মাসুম মিয়ার সভাপতিত্বে মাধবপুর ব্লাড সোসাইটি ইন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল আহমেদ ও মহিলা বিষয়ক সম্পাদিকা আসমা আক্তার চৌধুরী অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন। 

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক, আন্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল কাসেম, এশিয়ান টিভির প্রতিনিধি আজিজুর রহমান জয়, পৌর সভার মেয়র সহ আরও অনেকে। 

এ সময় বিভিন্ন উপজেলা থেকে আগত সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংগঠনকে আরো শক্তিশালী ও গতিময় করার লক্ষ্যে সবাই মতামত ব্যক্ত করেন।