
বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জে মর্টরের সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আজির রহমান (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার বেলা ১১ টার দিকে মেরুরচর ইউনিয়নের পূর্ব কলকিহারা গ্রামে এঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব কলকিহারা গ্রামের মৃত নুরুল হকের ছেলে আজির রহমান বোরো ক্ষেতে সেচ দেওয়ার জন্য তার বাড়ির পাশে অবস্থিত মর্টরের সংযোগ দিতে যায়। সংযোগ দেওয়ার সময় তিনি বিদ্যুতের তারে জড়িয়ে পড়লে তিনি মারাত্মক ভাবে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিক, কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।