
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
কোটচাঁদপুরে প্রাণী সম্পদ মেলা -২০২৩ অনুষ্ঠিত হয়েছে
প্রাণী সম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপির) আওতায়
৯ মার্চ বৃহস্পতিবার এ প্রদর্শনী আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মাসুম বিল্লাহ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান মোছাঃ শরিফুননেচ্ছা ( মিকি)
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুন, কোটচাঁদপুর পৌর সভার প্যানেল মেয়র জাহিদ হোসেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন দোড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জলিল, কুশনার চেয়ারম্যান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জিল্লুর রায়হান।
অতিথি বৃন্দরা মেলায় স্টোলগুলো প্রদর্শন করেন। এ বছর মেলায় ছিল, ৬ শিং বিশিষ্ট গরু,ছাগল,ও ঘোড়া।
এরপর মেলায় অংশ গ্রহনকারিদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা তথ্য আপা তানিয়া খাতুন।