নাইক্ষ্যংছড়ির ইউপি মেম্বার ও সিএনজি সমিতির সভাপতিকে মারধর,টাকা ছিনতাই   

35

মোঃ জয়নাল আবেদীন টুক্কু,নাইক্ষ্যংছড়ি,

নাইক্ষ্যংছড়ি সিএনজি মালিক-শ্রমিক ইউনিয়নের সভাপতি ও ইউপি মেম্বার আব্দুর রহমানের উপর হামলা,তুলে নিয়ে,টাকা চিন্তাই এবং মরধরের শিকার হয়েছে।

বুধবার (৮ ই মার্চ) সকালে উপজেলার সদর ইউপির চাকঢালা সিএনজি স্টেশনে  এ ঘটনা ঘটে।  সমিতির সদস্য নরুল আমিনসহ অনকে জানায় নাইক্ষ্যংছড়ি উপজেলা অটো টেক্সি, টেম্পু,সিএনজি, মাহিন্দ্র, টম টম মালিক – শ্রমিক ইউনিয়ন  (রেজিঃ নং ১৯০১) নামের সংগঠনটি ২০০৭ সাল থেকে  পরিচালনা করে আসছেন নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৪ ওয়ার্ডের বর্তমান মেম্বার আব্দুর রহমান। তারই নেতৃত্বে বেশ কিছুদিন ধরে রামু সিএনজি সংঘটনের সাথে সৃষ্ট ঘটনার আন্দোলন হয়েছে। 

হামলা ও মারধরের শিকার  আব্দুর রহমান জানান আমি রামু সংগঠনের কাছে নাইক্ষ্যংছড়ি সংঘটন বিক্রি করেছি বলে অভিযোগ তোলে বুধবার সকালে হঠাৎ কিছু সদস্য ইব্রাহিম, আলি হোসেনের নেতৃত্বে ৮-১০ জন লোক এসে চাকঢালা সিএনজি স্টেশনে  মঞ্জুরের দোকানের সামনে আমাকে ধাক্কা দিয়ে টেনে হিছড়ে তাদের সিএনজিতে তোলে।

এবং গাড়ি চলন্ত অবস্থায় আমাকে চাকু ধরে আমার পকেটে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরবর্তীতে তারা আমাকে গার্ডেন হাইস্কুল সংলগ্নে মহিলা ভাইস চেয়ারম্যান মার্কেটে রাসেলের দোকানে আটকে রাখে। সেখান থেকে আবার পূরানো স্টেশন অফিসে নিয়ে আমাকে মারধর করে। 

আমি কৌশলে সদর  ইউপি চেয়ারম্যান নুরুল আবছার কে খবর দিলে ১ নং ওয়ার্ডের মেম্বার আরেফ উল্লাহ ছোট্টু, মোঃ আয়াত উল্লাহ,  সংগঠনে সেক্রেটারি শাহ জালাল ভুট্টুসহ সংগঠনের অপর সদস্যরা আমাকে তাদের কাছ থেকে উদ্ধার করেন।

তিনি আরও জানান আমার উপর হামলা কারীরা কেউ সংগঠনের দায়িত্বশীল নয়। এ সংগঠনের সেক্রেটারি মোঃ শাহ জালাল ভুট্রু, সদস্য আয়াত উল্লাহসহ অনেকে জানান, আমাদের সংগঠনটি বান্দরবানের অধিনে রেজিস্ট্রেশন ভুক্ত  তাই আমরা তাদের সঙ্গে পরামর্শ করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

বান্দরবান জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি আনিছুর রহমান জানান আব্দুর রহমান নাইক্ষ্যংছড়ি উপজেলা সিএনজি সমিতির বর্তমান সভাপতি তার উপর হামলাকারীদের তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে। 

 এ ঘটনায় আব্দুর রহমান বাদী হয়ে মোঃ সাদেক সহ ৭ জনকে আসামি করে নাইক্ষ্যংছড়ি থানায় অভিযোগ দায়ের করেন। এবিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি টান্টু সাহা বলেন, ঘটনা যাচাই বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।