ঝিনাইগাতীতে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে মহড়া

18

রাকিবুল হাসান, ঝিনাইগাতী শেরপুর প্রতিনিধিঃ

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ বৃহস্পতিবার  মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে ঝিনাইগাতী ফায়ার সার্ভিসের একটি দল প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে মহড়া প্রদর্শন করেছে। 

মহড়ায় ভূমিকম্প, আগুন, দুর্যোগ থেকে রক্ষা ও জীবন বাঁচার জন্য বিভিন্ন কলাকৌশল তুলে ধরা হয়। বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের সচেতন করতেই এই মহড়ার আয়োজন করা হয়। মহড়া দেখে অনেক শিক্ষার্থী প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ভূমিকা রাখবে।

মহড়া চলাকালীন উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মান্নান, একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান, প্রধান শিক্ষক আব্দুল হামিদ আকন্দসহ শিক্ষক, সাংবাদিক, ফায়ার সার্ভিসের কর্মকর্তা কর্মচারী ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা।