নাজিরপুরে মুজিব বর্ষ উপলক্ষে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় আরও ১৫২ টি ঘর উদ্বোধনের অপেক্ষায়

32

মোঃ মশিউর রহমান; নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি ঃ

পিরোজপুরের নাজিরপুরে মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ৪র্থ পর্যায়ে গৃহহীনদের জন্য নির্মিত আরও ১৫২ টি ঘর উদ্বোধনের অপেক্ষায়।

আগামী ২১ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী গৃহহীনদের জন্য নির্মানকৃত এঘরগুলোর শুভ উদ্বোধন করবেন এবং নাজিরপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করবেন।
এ বিষয়ে নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার ডাঃ সঞ্জীব দাশ জানান,উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে ৪র্থ পর্যায়ে গৃহহীনদের জন্য নির্মানকৃত ৩১০ টি ঘরের মধ্যে ইতিমধ্যে ১৫২ টি ঘরের নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে এবং নির্মাণকৃত ঘরগুলো ইতিমধ্যে পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান স্যার পরিদর্শন করেছেন। আশা করছি আগামী ২১ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী ঘরগুলোর শুভ উদ্বোধন করবেন এবং সেই সাথে এ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করবেন। এছাড়া ৪র্থ পর্যায়ের অবশিষ্ট ১৫৮ টি ঘরের নির্মাণ কাজ চলমান আছে। খুব শীগ্রই নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করছি।