
শফিকুল ইসলাম সোহেল শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের ডামুড্যায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্নিল শোভাযাত্রা ও আলোচনা সভা আয়োজন করা হয়েছে। এবছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে- “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন”
বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল ১০ টার দিকে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা করা হয়েছে৷
ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান এর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান এর সঞ্চলনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝী।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সরকারী কমিশনার (ভূমি) সবিতা সরকার,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মর্কতা জালাল উদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার ওবায়েদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা আইসিটি অফিসার লিটন মুন্সী, উপজেলা ম্যধামিক সহকারী শিক্ষা অফিসার গিয়াস উদ্দিন, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা (তথ্য আপা) বীথি রানী দাসসহ উপজেলা দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
বক্তারা বলেন, প্রতিবছর নারী দিবসটি উদযাপন করা হয়। নারীদের যথার্থ মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি অর্থনৈতিক, সামাজিক, প্রশাসনিক ও রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে সরকার নারী শিক্ষার বিস্তার, নারীর অধিকার প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়নসহ নারীর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধে ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করছে। নারী তার মেধা ও শ্রম দিয়ে যুগে যুগে সভ্যতার সকল অগ্রগতি এবং উন্নয়নে সমঅংশী দায়িত্ব নিশ্চিত করেছে। সারাবিশ্বে তাই আজ বদলে গেছে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি। এখন নারীর কাজের মূল্যায়ন হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে স্বীকৃতি।