আত্রাইয়ে ব্র্যাকের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত

29

আব্দুল মজিদ মল্লিক,আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ-নওগাঁর আত্রাইয়ে ব্র্যাক সামাজিক উন্নয়ন ও উপজেলা লেডিস ক্লাবের আয়োজনে বুধবার সকাল ১০ টায় নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা শেষে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ব্রাক আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবন জেন্ডার বৈষম্য নিরসন ব্রাকের পক্ষে থেকে এই শ্লোগানটি সামনে রেখে আত্রাই উপজেলা লেডিস ক্লাবের সভাপতি তাবাসসুম আক্তার মেঘ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোছাঃ রেবেকা রহমান, অনুষ্ঠানে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান এবাদ,উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম,ভাইস-চেয়ারম্যান শেখ মোঃ হাফিজুল ইসলাম, মহিলা ভাইস-চেয়ারম্যান মমতাজ বেগম,উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দও দুলাল, সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলী সহ আত্রাই ব্র্যাক সামাজিক উন্নয়ন কর্মসূচি সংগঠক ও আইন সহায়তা কর্মী শ্যামলী আক্তার   প্রমুখ।