ঘুগরাকাটি ফাজিল ডিগ্রী মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

43

মোক্তার হোসেন। কয়রা (খুলনা)প্রতিনিধি।

দক্ষিণ খুলনার ঐতিহ্যবাহী ঘুগরাকাটি ফাজিল ডিগ্রী মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 সকাল ৯ টায় আনন্দ ঘন উৎসব মুখর পরিবেশে মাদ্রাসা প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন ও পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের স্কাউট সংগঠনের মধ্যে জাতীয় স্কাউট পুরষ্কার প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদপত্র প্রদান করা হয়।

ইংরেজি প্রভাষক শরিফুল আলমের সঞ্চালনায় .অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মমিনুর রহমান।

সভাপতি আবদুল্লাহ আল মাহমুদের অনুপস্থিতিতে সভাপতিত্ব করেন সহ -সভাপতি মাওঃ ওসমান গনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন, তিনি কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলার অভ্যাস গড়ে তুলতে হবে, এবং সর্বোপরি মানুষের মত মানুষ হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে হবে। বাল্য বিবাহের প্রতিরোধে অভিভাবকদের সচেতন রাখতে নির্দেশনা দেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃসুজাউদ্দিন,সহ – সভাপতি মাওঃ ওসমান গনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ বাকী বিল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কয়রা, খুলনা,২ নং বাগালী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ গাজী, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার পাড়, ইউপি সদস্য এস এম ইকবাল হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সুজাউদ্দিন, উপাধ্যক্ষ মোঃ গোলাম সরোয়ার, সহকারী অধ্যাপক ইয়াছিন আরাফাত, মাওঃ আশরাফুল আলম,জি,এম ফরিদুল ইসলাম, শরিফুল আলম, , গোলাম মোর্তুজা,জি এম ফরিদুল ইসলাম, মাওঃ মইনুর ইসলাম,

আই,সিটি শিক্ষক আক্তারুজ্জামান, ক্রীড়া শিক্ষক হাবিবুর রহমান,সহ বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ।