পঞ্চগড়ে’র সহিংসতার ঘটনায় আটক -১৪১

32

মোঃ রাশেদুল ইসলাম, পঞ্চগড়, পঞ্চগড়ের সাম্প্রতিক সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত মোট আটক করা হয়েছে ১৪১ জনকে। বুধবার (৮- মার্চ) রাত ১২.০০ টা পর্যন্ত মোট মামলা হয়েছে ১৩ টি। যার মধ্যে পঞ্চগড় সদর থানায় ১১ টি, বোদা থানায় ২ টি।

এতে মোট গ্রেফতার হয়েছেন ১৪১ জন। সংক্ষুদ্ধ ব্যক্তিগণ কর্তৃক আরো কয়েকটি মামলা প্রক্রিয়াধীন বলে জানা গেছে। পুলিশ, বিজিবি ও র্্যাব  এর যৌথ গ্রেপ্তার অভিযান চলমান রয়েছে।

এ বিষয়ে পুলিশ সুপার পঞ্চগড়, এস এম সিরাজুল হুদা পিপিএম বলেন, ভিডিও ফুটেজ, সিসিটিভি ফুটেজ, গোয়েন্দা তথ্য ও প্রমাণের ভিত্তিতে নাশকতায় অংশগ্রহণকারী দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করা হচ্ছে। কোন সাধারণ নিরীহ ব্যক্তিকে গ্রেফতার করা হচ্ছে না।

এতে জেলায় কিছুটা গ্রেপ্তার আতঙ্ক রয়েছে। আমরা সকলকে আশ্বস্ত করছি প্রকৃত জড়িত ব্যক্তি ছাড়া কাউকে গ্রেপ্তার করা হবে না।

জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে ও  স্বাভাবিক রয়েছে। পুলিশ, বিজিবি ও র‍্যাব এর সতর্ক অবস্থান বজায় রয়েছে।