
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা প্রতিনিধিঃ
ধূমপান, মাদক ও দূর্নীতি বিরোধী ফাউন্ডেশন সরাইল উপজেলা শাখার সম্ভব্য সহ-সভাপতি তোফাজ্জল হোসেন-এর জন্মদিন কেক কেটে পালন করেছেন সরাইল উপজেলা কমিটির নেতৃবৃন্দ।
আজ (৮ই মার্চ) বুধবার সন্ধ্যায় ৭টায় সরাইল উপজেলার অরুয়াইল বাজারে এ জন্মদিন পালন করা হয়। জন্মদিন পালন উপলক্ষে কেক কাটা অনুষ্ঠানে ওই সময় উপস্থিত ছিলেন উপজেলা কমিটির আহবায়ক ও সম্ভব্য সভাপতি মুরাদ আল হাসান, সিনিয়র সহ-সভাপতি এ জেড এম সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান অনিক, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ মহসিন মিয়া, পরিবেশ ও জলবায়ু সম্পাদক তামিম ভূইয়া ও সহ-সভাপতির বন্ধু রাকিব হাসান প্রমুখ।
জন্মদিন পালন অনুষ্ঠানে শেষে সকলেই তোফাজ্জল হোসেনের আগামী দিনগুলো সুন্দর ও সাফল্য ভরে উঠুক এই শুভকামনা করেন।