
ডিমলা, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারী জেলার ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের মিয়া পাড়া গ্রামের ব্যাস্ততম একটি রাস্তার মেরামত কাজ সম্পন্ন করেছেন নিজ গ্রামবাসী।
গত ৬মার্চ ২০২৩ ইং তারিখে গ্রামের মানুষ ঐক্যবদ্ধ হয়ে রাস্তাটির মেরামত কাজ শুরু করেন এবং আজ ৮ই মার্চ ২০২৩ ইং রাস্তাটির মেরামত কাজ সম্পন্ন হয়।
জানা গেছে, মিয়া পাড়া গ্রামের মানুষের কৃষি জমির আবাদ ও দেখাশোনা করতে যাওয়ার রাস্তাটি ৪টি পুকুরে বিলিন হয়ে গিয়েছিল। ফলে গ্রামের মানুষের কৃষি শস্য বাড়িতে নিতে ভীষণ কষ্ট পোহাতে হয়েছে।
রাস্তাটি সংস্কারের জন্য স্থানীয় চেয়ারম্যানের কাছে আবেদন করলে মেরামতের জন্য কোনো অর্থ বাজেট দিতে পারেননি। তবে ইউনিয়ন পরিষদের “কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচী”র লোকদের দিয়ে রাস্তাটি মেরামতের জন্য রাস্তায় মাটি ভরাটের কাজ শুরু করলেও তা ছিল যৎ সামান্য। কোনো কারণ ছাড়াই সেই কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল।
ফলে গ্রামের মানুষ ঐক্যবদ্ধ হয়ে রাস্তাটি মেরামতের জন্য নিজ উদ্যোগ গ্রহণ করে। রাস্তাটির মেরামতের কাজ সম্পন্ন করতে পারায় স্থানীয় লোকজন ভীষণ খুশী হয়েছে। তারা আগামীতে এরকম ঐক্যবদ্ধ থেকে গ্রামের সকল কাজ করতে চায়।