
মোঃ রাশেদুল ইসলাম,পঞ্চগড়, পঞ্চগড়ে সহিংসতার ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় বিজ্ঞ আদালতে ২জন স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিয়েছে।
বুধবার (৮- মার্চ) জেলা পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পঞ্চগড় সদর থানার মামলা নং-১২ তারিখ- ০৭/০৩/২০২৩ ইং এর মূলে এজাহার মানীয় ০২ জন আসামী ১। মোঃ সফিউল আলম স্বপন (২১) পিতা মোঃ জয়নুল হক, সাং- অমরখান বোর্ড বাজার, থানা ও জেলা- পঞ্চগড় ও ২। মোঃ রাব্বী ইমন (২৬), পিতা- মোঃ নজরুল ইসলাম, সাং- ভজনপুর দেবনগর, থানা- তেঁতুলিয়া, জেলা- পঞ্চগড় দুজনকে ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সপোর্দ করা হলে তারা বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে ও তাদের অপরাধ স্বীকার করেন।
মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়। তারা ০২ জন ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা গুজব ছড়ানো সহ ডিজিটাল নিরাপত্তা আইনে বিভিন্ন ধারায় অপরাধ করেছে বোলে জানা গেছে।