
মোঃ নূূূরবক্ত মিঞা, স্টাফ রিপোটারঃ
অন্য গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করায় অফিসে ঢুকে হিসাব রক্ষককে গালিগালাজ ও প্রাণনাশের অভিযোগে উপজেলা ছাত্রসমাজের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের বিরুদ্ধে।
এ ঘটনায় সাবেক ওই ছাত্র নেতার বিরুদ্ধে নাগেশ্বরী থানায় সাধারণ ডায়েরি করেছেন কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি, নাগেশ্বরী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোহাম্মদ আব্দুল হালিম। নাগেশ্বরী থানার অফিসার ইন চার্জ (ওসি) নবীউল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে অভিযুক্ত জাহিদের দাবি, দালাল বলার প্রতিবাদ করার প্রেক্ষিতে বাকবিতন্ডা হয়েছে মাত্র। কাউকে কোনও হুমকি দেওয়া হয়নি।
অভিযুক্ত জাহিদুল ইসলাম জাহিদ নাগেশ্বরী পৌর এলাকার বালাটারী গ্রামের ওমর আলীর ছেলে। তিনি বর্তমানে জাতীয় পার্টির রাজনীতির সাথে সম্পৃক্ত।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ দুপুরে জাহিদ নাগেশ্বরী জোনাল অফিসে যান। এসময় তিনি অন্য এক ব্যাক্তির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা নিয়ে হিসাবরক্ষক সৈয়দ রফিকুল ইসলামকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন।
পরে বিষয়টি ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোহাম্মদ আব্দুল হালিম জানতে পেরে পরের দিন (৫ মার্চ) নাগেশ্বরী থানায় সাধারণ ডায়েরি করেন।
ডায়রিতে আরও উল্লেখ করা হয়, জাহিদ বিভিন্ন সময় পল্লী বিদ্যুৎ অফিসে গিয়ে বিলিং ও ক্যাশ শাখার কর্মচারীদের সাথে দুর্ব্যবহার করতেন। গালাগালি ও হুমকি দিতেন। বিভিন্ন সময় তিনি মুঠোফোনে কল করে লাইনম্যানদের গালাগালি করেন।
পল্লী বিদ্যুৎ অফিসের কর্মচারীদের দাবি, জাহিদ মূলত অন্যের বিষয়ে সুপারিশ নিয়ে অফিসে যাতায়াত করেন। প্রভাব খাটিয়ে কাজ জাহির করার চেষ্টা করে থাকেন। এসব নিয়ে বিদ্যুৎ অফিসের কর্মীদের সাথে তিনি প্রায়ই খারাপ আচরণ করেন।
তবে নিজের বিরুদ্ধে এসব অভিযোগ অস্বীকার করেছেন জাহিদুল ইসলাম জাহিদ। তিনি বলেন, ‘সেদিন আমি একটি কাজে জোনাল অফিসে গেলে এলাকার এক বড় ভাই ও আমার দলীয় কর্মীর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কারণ জানতে চেয়েছি। বিষয়টা দেখতে একটু সুপারিশ করেছি। এসময় হিসাব রক্ষক আমার সাথে খারাপ আচরণ করেছেন। তিনি আমাকে দালাল বলে গালি দিয়েছেন। আমি এর প্রতিবাদ করলে আমার সাথে বাকবিতন্ডা হয়েছে। কিন্তু আমি কাউকে কোনও হুমকি দেইনি। বরং ওই হিসাব রক্ষক আমার সাথে খারাপ আচরণ করেছেন।’
থানায় জিডির বিষয়ে জাহিদ বলেন, ‘ বিষয়টি স্থানীয় নেতৃবৃন্দকে জানানো হয়েছে। আমরা বসে এটি মিমাংসা করে নেব।’
নাগেশ্বরী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ আব্দুল হালিম বলেন, ‘জাহিদ বিভিন্ন সময় আমার কর্মচারীদের হয়রানী করতেন। আমি থানায় জিডি করেছি। বিস্তারিত জিডিতে উল্লেখ করেছি।’
এবিষয়ে নাগেশ্বরী থানার ওসি নবীউল হাসান জানান, ‘এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’