যথাযোগ্য মর্যাদায় কালীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

17

 মকলেছার রহমান কালীগঞ্জ(লালমনিরহাট) প্রতিনিধিঃ

ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এ প্রতিপাদ্যে লালমনিরহাটের কালীগঞ্জে  যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথ আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

বুধবার (৮ মার্চ) সকাল ১০টায় উপজেলার জনগুরুত্বপূর্ণ স্থানে শোভাযাত্রা প্রদক্ষিণ  শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে কিশোর কিশোরী ক্লাবের সহযোগীতায় এক আলোচনা সভায় মিলিত হয় ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা লায়লা আকতার বানু।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,  কিশোর কিশরী ক্লাবের সালমানুল ইসলাম সজীব, সুশীল সমাজ, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, নারী তার মেধা ও শ্রম দিয়ে যুগে যুগে সভ্যতার সকল অগ্রগতি এবং উন্নয়নে করেছে সমঅংশীদারিত্ব। আর তাই সারা বিশ্বে বদলে গেছে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি। এখন নারীর কাজের মূল্যায়ন হচ্ছে, বৃদ্ধিপাচ্ছে স্বীকৃতি।

বর্তমান সমাজ বাস্তবতায় ডিজিটাল প্লাটফর্ম কাজে লাগিয়ে নারীরা নিজের পায়ে দাঁড়াতে শিখছে।

আত্মবিশ্বাসী হয়ে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে। আমাদের জাতীয় উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার কাজ করছে।