পঞ্চগড়ে সহিংসতার ঘটনায় তেঁতুলিয়া ছাত্রশিবিরের সভাপতি আটক

90

মোঃ রাশেদুল ইসলাম,পঞ্চগড় জেলা প্রতিনিধি

।। পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের সালনা জলসাকে কেন্দ্র করে গত ৩-মার্চের সহিংসতার ঘটনায় তেঁতুলিয়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ নাছির উদ্দিন (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক নাছির উদ্দিন তেঁতুলিয়া উপজেলার ৪নং শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া কুমারটোল এলাকার মোঃ ফজলুল হকের ছেলে। এ বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পঞ্চগড়ে গত ৩ তারিখের ঘটনার উস্কানি দাতা ও মাস্টারমাইন্ড হিসেবে তদন্তে তাকে পাওয়া যায়। এবং তাকে গ্রেফতার করা হয়েছে । সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ১৩ টি মামলায় ১৩৬ জনকে আটক করা হয়েছে। উল্লেখ্য গত ৩,৪,৫- মার্চ পঞ্চগড় আহমদ নগরে আহমদিয়া সম্প্রদায়ের সালনা জলসা হওয়ার কথা ছিল। এর মধ্যে (৩- মার্চ) জুম্মার নামাজের পর মুসল্লিরা পঞ্চগড় চৌরঙ্গি মোরে উপস্থিত হয়ে সালনা জলসা বন্ধ করতে আন্দোলন শুরু করে। এক পর্যায়ে ব্যাপক সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনা ঘটে। এতে দুজন নিহত সহ আহত হয় অনেকেই। পরদিন আহমদিয়া সম্প্রদায়ের লোকজন দুজনকে জবাই করেছে গুজবে পুনরায় অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনা ঘটে। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, নিরপরাধ ব্যক্তি কখনো হয়রানির শিকার হবে না। তথ্য প্রমাণের ভিত্তিতে প্রকৃত দোষী দের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।