বকশীগঞ্জে সাবেক যুবলীগ নেতার কবর জিয়ারত

41

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি”

জামালপুরের বকশীগঞ্জে উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক আব্দুল আলিম তারার কবর জিয়ারত করা হয়েছে।
বুধবার (৮ মার্চ) দুপুর ২ টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি ও সাবেক অতিরিক্ত আইজিপি মোখলেছুর রহমান পান্না মেরুরচর ইউনিয়নের চিনারচর গ্রামে অবস্থিত আবদুল আলিম তারার কবর জিয়ারত জিয়ারত করেন।
কবর জিয়ারত শেষে মরহুম আব্দুল আলিম তারার স্ত্রী, দুই পুত্র ও ভাইদের সাথে খোঁজ খবর নেন ও তাদের সঙ্গে মতবিনিময় করেন সাবেক এই অতিরিক্ত আইজিপি।
কবর জিয়ারতকালে সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ , ওয়ার্ড আওয়ামী লীগ ও  স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।