ডুমুরিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

15

রাশিদুজ্জামান সরদার ডুমুরিয়া খুলনা প্রতিনিধি:

‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এই প্রতিপাদ্য নিয়ে খুলনার ডুমুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে এবং ব্র্যাকের সহযোগিতায়, দিবসটি উদযাপন উপলক্ষে আজ ৮ই মার্চ বুধবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডুমুরিয়া অফিসার্স ক্লাবে  উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে  এবং মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্যদেন থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া, মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মানিক, ডুমুরিয়া প্রেসক্লাব সভাপতি এস, এম জাহাঙ্গীর আলম, ব্র্যাক কর্মকর্তা অসীম কুমার দাস,শিব দাস ও ডালিয়া ওঝা।

কিশোর-কিশোরী ক্লাবের পরিচালক রীনা বিশ্বাস, ইউপি সদস্য নার্গিস খানম। আলোচনা সভার পূর্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শেষে তৃণমূল পর্যায়ের নারীদের ক্ষুদ্র ঋণ এবং আইজিএ প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ পত্র বিতরণ করা হয়।