হাতিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

20

মোঃ ছাইফুল ইসলাম জিহাদ, হাতিয়া প্রতিনিধিঃ

 নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। আজ হাতিয়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

  ৮ই মার্চ (রোজ বুধবার)সকাল ১১ টায় উপজেলা চত্বর থেকে র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।

পরে র‌্যালী শেষে উপজেলা হলরুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়সার খসরু এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী ৬ হাতিয়া আসনের এমপি আয়েশা ফেরদাউস,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাতিয়া উপজেলা চেয়ারম্যান মোঃ মাহবুব মুর্শেদ লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান এড মোহাম্মদ কেফায়েত উল্যাহ,মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম লাভলী, হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন,

বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, সরকারি বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণসহ আরো অনেকে।