বাঘারপাড়ায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত

41

মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টারঃ

যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নের আজমেহেরপুর,, আমি নই আমরাই সেবা সংঘ,,, র উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

৮ মার্চ বুধবার,, সমাজের উন্নয়ন মূলক কাজে অংশগ্রহণ করাই আমাদের মুল লক্ষ্য,, এই স্লোগান ধারন করে আজমেহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

,,আমি নই আমরাই সেবা সংঘ,, র সহযোগিতায় এই কর্মসূচীরর মাধ্যমে এলাকার ২২০ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। একই সাথে পল্লী চিকিৎসক দ্বারা বিনামূল্যে ১২৫ জনকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বিনামূল্যে এই স্বাস্থ্য ক্যাম্পের আয়োজনের জন্য শিশু-কিশোর থেকে শুরু করে এলাকার সকল বয়সের শ্রেণি পেশার বাসিন্দারা সন্তুষ্টি প্রকাশ করেন। এলাকার সচেতন নাগরিকরা এই আয়োজনকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকদের প্রতি।

এ সময় উপস্থিত ছিলেন, আমি নই আমরাই সেবা সংঘ এর প্রতিষ্ঠাতা সভাপতি পরিমল বিশ্বাস, সাধারণ সম্পাদক সাব্বিত হোসেন, সহ- সাধারণ সম্পাদক সংজীত বিশ্বাস,অর্থ বিষয়ক সম্পাদক সুফল বিশ্বাস, পল্লী চিকিৎসক মোঃ মমিনুর রহমান, মাওঃ মোঃফখরুদ্দিন ,,শারমিন আক্তার সাথী, মোঃ আমানউল্লাহ, পল্লী চিকিৎসক সুফল বিশ্বাস, রাতুল,মোঃ আব্দুল্লাহ,সজীব বিশ্বাস, শেখ আশিক, মোঃ ফাইম হোসেন ইমন,বাপ্পি হাসান,সিকু খান,প্রমুখ

সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি পরিমল বিশ্বাস
বলেন, অনেকে সময়ের জন্য রক্ত পরীক্ষা করতে পারেন না। যে কারণে জরুরি প্রয়োজনে রক্ত দিতে পারে না। তাই রক্তের গ্রুপ নির্ণয়ের জন্য আমাদের এই আয়োজন। কারণ রক্তের গ্রুপ জানা থাকলে প্রয়োজনের সময় দ্রুত ডোনার পাওয়া যাবে।
আমাদের এই সেবা কার্যক্রম অব্যাহত থাকবে