
পিরোজপুরের ইন্দুরকানীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে হত দরিদ্রদের মাঝে ৫ শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার শীতবস্ত্র বিতরণ করেন পিরোজপুর – ১ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী এডভোকেট শ ম রেজাউল করিম।২৫ জানুয়ারী (বৃহস্পতিবার) বেলা ১১ টায় উপজেলা পরিষদের প্রধান ফটকে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এম. মতিউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু বক্কর সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) সাঈদ মোঃ ইব্রাহিম, জেলা যুবলীগ সভাপতি ও জেলা আ’লীগের সহ-সভাপতি আক্তারুজ্জামান ফুলু, ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান রুহুল আমিন বাঘা, মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন, উপজেলা আ’লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা আঃ লতিফ হাওলাদার, উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সহ সভাপতি মনিরুজ্জামান মৃধা প্রমুখ।
এছাড়াও সংসদ সদস্য এডভোকেট শ ম রেজাউল করিম কম্বল বিতরণ শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধাদের সাথে মত বিনিময় করেন পরে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃংখলা মিটিং এ যোগ দেন এবং সকল কর্মকর্তাদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে বিকেলে তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় পুরস্কার বিতরণ করেন।